উনি না সুযোগ দিলে কে চিনত?‌

জীবনে কত গান গেয়েছেন ? নিজেও মনে করতে পারবেন না। কিন্তু অনুপ ঘোষাল বলতেই বাঙালির কোন গান মনে পড়ে ? প্রায় ৪৫ বছর আগে গাওয়া গুপির গলার গান। সেই গানের জন্যই বেঁচে থাকবেন অনুপ ঘোষাল। তারপর হীরক রাজার দেশে, গুপিবাঘা ফিরে এল। তিনটি ছবি মিলিয়ে মোট ৩২ টি গান।

anup ghosal

সুযোগটা এসেছিল অদ্ভুতভাবে। রেডিও-র শিশুমহলে গাইতেন অনুপ। তাঁর মা আর আর সত্যজিৎ-পত্নী বিজয়া রায় দুই বন্ধু। সেই সুবাদে অনুপের অনুষ্ঠান শোনা হত রায় পরিবারে। একদিন সত্যজিৎ হঠাৎ করে বিজয়ার কাছে জানতে চাইলেন, ‘তোমার সেই বন্ধুর ছেলে তো বেশ ভাল গাইত। এখন আর গায় না?’ ডাক পড়ল অনুপের। গুপি গায়েন বাঘা বায়েনের সব গানই গাওয়ানো হল ১৯ বছরের ওই শিল্পীকে দিয়ে।

gupi bagha

সব ঘটনাই পরিষ্কার মনে আছে অনুপের, ‘প্রতিটা গান কিন্তু উনি নি্জে গেয়ে শোনাতেন। তখন তো টেপ রেকর্ডার ছিল না। শুনেই মুখস্থ রাখতে হত। তবে উনি খুব সহজ করে বুঝিয়ে দিতেন।’ ওই গানের পর চারপাশের চেনা জগৎটাই বদলে গিয়েছিল নবীন গায়কের, ‘ওই গান গুলোই যেন আলাদা পরিচিতি এনে দিল। তারপর হীরক রাজার দেশেতেও গাওয়ার সুযোগ পেলাম। ওই ছবির গানগুলোও জনপ্রিয় হয়েছিল।’ এখনও যেখানে যান, গুপি-বাঘার গানের অনুরোধ আসবেই। অনুপের কথায়, ‘ওই গানগুলোই তো আমাকে বাঁচিয়ে রেখেছে । অনেক গান গেয়েছি, এটা ঘটনা। কিন্তু ওই গানগুলো না গাইলে কে আমাকে চিনত !

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.