সৌম্য ভৌমিক
আপনাকে আর কমরেড বলে সম্বোধন করা সম্ভব হল না। কারণ, সে মর্যাদা পাওয়ার অধিকার বা যোগ্যতা দুটোই আপনি আজ হারিয়েছেন । জল্পনা বেশ কিছু দিন ধরেই চলছিল, বিভিন্ন পত্র পত্রিকা এবং সূত্র থেকে প্রায় নিশ্চিতও হয়ে গিয়েছিলাম আপনার যাওয়া । তবু মনের কোণে কোথাও যেন একটা আশা বেঁচে ছিল হয়তো বা ….
নাহঃ ! আপনি নির্লজ্জের মত সমস্ত আশা, প্রত্যাশা, মতাদর্শকে জলাজ্ঞলি দিয়ে কথাজ্ঞলির পায়ের নিচে নিজেকে সমর্পণ করলেন । আসলে কবি শ্রীজাতর সেই লাইনটা “তফাৎ শুধু শিরদাঁড়ায়” । আপনার শিরদাঁড়াটা, ক্ষমতার লোভের কাছে নত হয়ে গেছে । জানি না নামতে নামতে আপনি থামবেন কোথায় ? তবে আপনি যত খুশি নিচে নামুন, আমাদের আপত্তি নেই । রক্ত ঝরবে, মিছিল বাড়বে, বাম আন্দোলন কিছু স্বার্থপর ক্ষমতা লোভী ব্যক্তির জন্য থমকে থাকবে না, এটা আপনাকে নিশ্চিন্ত করে দিতে পারি । প্রশ্ন অন্য জায়গায় … আপনার তৃণমূলে যোগ দেওয়াটা আমাদের কাছে কী বার্তা এনে দিল ?
গোটা রাজ্য জুড়ে কী চলছে তা প্রতিটি সুস্থ মানুষ দেখতে পাচ্ছে । তারপরেও আপনাদের মত মানুষ (যদিও মানুষ বলাটা উচিত নয় তবুও এটা আমার ভদ্রতা) সেই দলেই নাম লেখান, তখন আমাদের কাছে কতগুলো সরল সত্য এক্কেবারে জলের মতই পরিষ্কার হয়ে যায় । আসলে আপনারা বেশিদিন ক্ষমতার মধু না খেয়ে থাকতে পারেন না । আপনাদের কষ্ট হয় । না, ধর্ষিতা নারীর যন্ত্রণা নয়, নারীকে ধর্ষণ না করতে পারার যন্ত্রণা, তাই আপনি ওই ধর্ষণে মদতদাতা তৃণমূল কংগ্রেসে নাম লেখান । সারদার মাধ্যমে সাধারণ অসহায় জনগণের কাছ থেকে লুট করা টাকা আত্মসাৎ না করার জন্য আপনার কষ্ট হয় । সিণ্ডিকেটের টাকার অর্থ না পাওয়ার জন্য আপনার কষ্ট হয় । জামাতদের সঙ্গ না পাওয়ার জন্য আপনার কষ্ট হয় । অপরাধ জগতের সঙ্গে ওঠা বসা করতে না পারায় আপনার কষ্ট হয় । পুঁজিবাদী বুর্জোয়াদের দালালি না করতে পারার জন্য আপনার কষ্ট হয় । দুর্নীতির পাঁকে নিজেকে নিমজ্জিত না করতে পারার যন্ত্রণা আপনাকে উদ্বিগ্ন করে তোলে । হয়ত মন্ত্রিত্বের একটুকরো ছেঁড়া রুটির লোভে আপনি বা আপনারা ল্যাজ নাড়তে পারেন কিন্তু আজ রাষ্ট্রীয় উর্দিধারী গুন্ডা বাহিনীদের হাতে যে সমস্ত কমরেড রক্তাক্ত হলেন তাদের সম্মানের কাছে আপনার সরকারী সম্মান কেবল মাত্র নস্যি ।
মনে রাখবেন বামপন্থার মূল শক্তি এই সমস্ত বীর কমরেডরা, কর্মী আর অসংখ্য সমর্থকেরা । যারা বুক দিয়ে, ভালোবাসা দিয়ে মতাদর্শকে বাঁচিয়ে রাখেন এবং এই মড়া দিনকালেও দু’চোখে সমাজতন্ত্রের স্বপ্ন দেখেন । আপনি বা আপনারা নন । যারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে সেই দলে যোগ দিয়েছিলেন বা আসার পরেই যোগ দিয়েছিলেন তাদের যুক্তি তবুও শোনা যেতে পারে, কিন্তু এখন যারা এই বর্বর ফ্যাসিবাদী প্রশাসকের পা চাটতে যায় তাদের কোনো যুক্তিই আমরা শুনতে বাধ্য নই ।
আপনি নিশ্চিন্ত থাকুন, অসংখ্য কমরেড, গড়ে তুলবে ব্যারিকেড । আপনার ন্যুব্জ মেরুদণ্ড ও অধঃপতিত মানসিকতার প্রতি গভীর শোক প্রকাশ করে এবং বামপন্থার তরফ থেকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ করলাম ।