বেঙ্গল টাইমস প্রতিবেদন: বিধাননগর পুরনিগমের নতুন মেয়র হতে চলেছেন কৃষ্ণা চক্রবর্তী। অনেকদিন ধরেই নতুন মেয়রের নাম নিয়ে জল্পনা চলছিল। সব্যসাচী দত্তর পদত্যাগের পর থেকে সেই জল্পনা আরও বাড়ে।
দৌড়ে ছিলেন মূলত তিনজন। কৃষ্ণা চক্রবর্তী, তাপস চ্যাটার্জি ও সুজিত বসু। সুজিতের নামটা শেষপর্বে হঠাৎ করেই ভেসে ওঠে। যদিও তিনি বিধাননগরের ভোটার নন, বিধান নগরের কাউন্সিলরও নন। কিন্তু নতুন আইন এনে তাঁকে মেয়র পদে বসিয়ে বিধান নগরের ভোটার লিস্টে নাম তুলিয়ে, উপনির্বাচনে জিতিয়ে আনার কথা ভাবা হয়েছিল। সেই ভাবনায় আপাতত ইতি। দলনেত্রীর পুরনো সৈনিক কৃষ্ণাকেই আপাতত বেছে নেওয়া হচ্ছে মেয়র হিসেবে।
বিধাননগর যখন পুরনিগরম হয়নি, তখন পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণা। পুরনিগরম হওয়ার পর মেয়রের বদলে তাঁকে চেয়ারম্যান করা হয়। পুরসভার চেয়ারম্যান আর পুরনিগমের চেয়ারম্যানের মধ্যে চরিত্রগত অনেকটাই ফারাক আছে। মুখ্যমন্ত্রী আর স্পিকারের যা ফারাক, অনেকটা সেইরকম। পুরনিগরমের ভোট আর একবছরও বাকি নেই। এই অবস্থায় স্টপ গ্যাপ মেয়র হলেন কৃষ্ণা। ডেপুটি মেয়র হিসেবে তাপস চ্যাটার্জিই থেকে যাচ্ছেন। চেয়ারম্যান হতে চলেছেন অনিতা মণ্ডল।