দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। কোন দল কতটা শক্তিশালী, কার কোথায় দুর্বলতা, তা নিয়ে বিশেষজ্ঞরা আলো ফেলবেন। আমরা বরং অন্য দিকে একটু নজর দিই।
বিশ্বকাপের সঙ্গে আমাদের জীবনেরও অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে। কারও ছোটবেলা, কারও কৈশোরবেলা। রাত জেগে কেউ দেখেছি বাড়িতে, কেউ দেখেছি পাড়ার ক্লাবে। ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা কেউ টাঙিয়েছি বাড়ির ছাদে, কেউ বা পাড়ার দেওয়ালে। পাড়ার চায়ের দোকানের কত আড্ডা উত্তপ্ত হয়েছে এই বিশ্বকাপের আলোচনায়।
কিশোর মনেই জন্ম নিয়েছে কত তারকা। কারও হয়ত ভাল লাগত মারাদোনাকে। কেউ আবার রোনাল্ডিনহোর ভক্ত। পরের প্রজন্মে কেউ মেতে থেকেছেন মেসি–রোনাল্ডোদের নিয়ে। প্রিয় দলের জয়ে কখনও বাজি ফাটিয়েছি। আবার প্রিয় দলের হারে এসেছে কান্নাও।
বিশ্বকাপের সময় এইসব মুহূর্তগুলো ফিরে দেখলে কেমন হয়? সেইসব স্মৃতি নিয়েই বেঙ্গল টাইমসের বিশেষ ফিচার। না, এখানে লেখার জন্য কোনও ফুটবল বোদ্ধা হওয়ার দরকার নেই। এমনকী ছেলেবেলায় ফুটবলে লাথি না মারলেও চলবে। শুধু সেই অনুভূতিটুকু নিজের লেখায় তুলে আনুন। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।
bengaltimes.in@gmail.com