সিকিম সেন
আবার কলকাতা লিগ শুরু হচ্ছে। চারিদিকে কেমন একটা ধন্য ধন্য রব। আই এফ এ নাকি দারুণ একটা কাজ করল। গুণমুগ্ধরা সচিব বন্দনা শুরু করে দিলেন।
যেখানে লিগ করা যাবে কিনা, তা নিয়েই সংশয়, সেখানে এত জটিলতা কেন? এমন আজগুবি নিয়ম অন্তত এবার না করলেই চলছিল না?
চোদ্দটি দল খেলবে দুটি গ্রুপে। তার মানে, একেকটি গ্রুপে সাতটি করে দল। তিনটি করে দল যাবে পরের রাউন্ডে। তার মানে, প্রাথমিকভাবে ছটি দল।
এই পর্যন্ত কোনও সমস্যা নেই। সেই ছটি দল নিজেদের মধ্যে লিগ খেলতেই পারত। কিন্তু না। এরপরই আসল চমক। আসলে, আসল জটিলতা। দ্বিতীয় রাউন্ডে যাবে আটটি দল। দুই গ্রুপ থেকে চারটি করে দল নিলেই ঝামেলা চুকে যেত।
কিন্তু অদ্ভুত জটিল এক নিয়ম খুঁজে বের করেছেন আইএফএ–র ফুটবল বিশারদরা। তিনটি দল সরাসরি গেল। পড়ে রইল চারটি করে দল। নিচের দিকে থাকা মোট আটটি দল নিজেদের মধ্যে লিগ খেলবে। অর্থাৎ, একেকটি দল খেলবে সাতটি করে ম্যাচ। সেখান থেকে বেছে নেওয়া হবে দুটি দল।
এই দুটি দল যুক্ত হবে আগে দ্বিতীয় রাউন্ডে ওঠা ছটি দলের সঙ্গে। তারপর এই আটটি দল খেলবে নকআউটে। তার মানে, পরে যে দুটি দল উঠে এল, তাদের নক আউটে উঠে আসতে আরও সাতটি বাড়তি ম্যাচ খেলতে হবে? আটটি দলের লিগ হতে অন্তত একমাস লাগবে। আগে দ্বিতীয় রাউন্ডে ওঠা ছটি দল ওই একমাস না খেলেই অপেক্ষা করবে?
এই নিয়ম কারা বানালেন? এই অতিমারীর সময়ে এই জটিল পরীক্ষা নিরীক্ষা না করলেই চলছিল না? এর পরেও আইএফএ–কে দরদর্শী বলা যায়?