বেঙ্গল টাইমস প্রতিবেদন: মোহনবাগানের আই লিগ অভিযান শেষ। শেষ ম্যাচে জয়ের সুবাদে আপাতত তারা রইল পাঁচ নম্বরে। তবে এটাই চূড়ান্ত নয়। নেরোকা–রিয়েল কাশ্মীর ম্যাচের ওপর চূড়ান্ত অবস্থান কিছুটা নির্ভর করছে। নেরোকা জিতলে ছয় নম্বরে নেমে যাবে মোহনবাগান। তাই, প্রথম ছয়ে থাকা অন্তত নিশ্চিত করল বাগান।
শুক্রবার তারা ৩–২ গোলে হারাল লাজংকে। প্রথমে এগিয়ে গেলেও পরে ২ গোল হজম করে মোহনবাগান। প্রথমার্ধে পিছিয়েই ছিল। সোনি নর্ডির গোলে সমতা ফেরে। একেবারে শেষপর্বে জয় তুলে নেয় সবুজ মেরুন। ২০ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ২৯। সুপার লিগে খেলার ব্যাপারে অনিশ্চয়তা রইল না।
আই লিগ শেষ করল মোহনবাগান
