তিলোত্তমা
স্নেহা সেন
আজকে যেটা ঘটছে
কালকে সেটা বাসি
ব্রেকিং নিউজ, শিরোনাম
বলবে এবার আসি।
বেশিদিন পুরনো নয়,
একটা বছর আগে
এই বাংলার আকাশ–বাতাস
ফুঁসছিল যে রাগে।
বিচার চেয়ে রাজপথে
শক্ত হচ্ছে চোয়াল
এত কীসের লুকোচুরি
কে সেই রাঘব বোয়াল!
কটা মাস যেতে না যেতেই
চাপা পড়ল সব
আস্ত পর্বত করল কিনা
মুষিক প্রসব।
কেন্দ্র–রাজ্য সবাই কেমন
হাত মিলিয়ে চলে
এরাই আবার গলা ফুলিয়ে
ন্যায়ের কথা বলে।
তদন্ত থেকে বিচার বিভাগ
এক সুতোতেই বাঁধা
কে কার সাথে হাত মেলালো
নেই কোনও আর ধাঁধা।
***********
