কোন হলে কোন ছবি চলছে, ইদানীং সেটা জানা খুব একটা কঠিন নয়। আবার উল্টোটাও সত্যি, কোন ছবি কোন কোন হলে চলছে, সেটাও জানা যায়। নানারকম অ্যাপ বেরিয়েছে। সেখান থেকে আগাম টিকিটও কাটা যায়।
কিন্তু নাটকের ক্ষেত্রে আমরা যেন অনেকটাই পিছিয়ে আছি। আমি একজন নাটকপ্রেমী দর্শক। সিনেমার থেকেও নাটক দেখে বেশি তৃপ্তি পাই। কিন্তু কবে, কোন হলে, কোন নাটক চলছে, জানতে পারি না। তাই অনেক ভাল নাটক পেরিয়ে যায়। বুঝতেও পারি না।
কোন নাটক কোথায় চলছে, জানার উপায়টা কী? কাগজের বিজ্ঞাপন আর অ্যাকাডেমি চত্বরের পোস্টার। কাগজে বিজ্ঞাপন অনেকটাই ব্যয়বহুল ব্যাপার। অনেক ছোটখাটো দল আছে, তাদের পক্ষে সেই ব্যয় ভার বহন করা সম্ভব হয় না। ফলে, অনেক নাটকেরই কোনও বিজ্ঞাপন থাকে না। আবার অ্যাকাডেমির পোস্টার দেখতে হলে তো সেই অ্যাকাডেমিতে যেতে হবে। তাছাড়া, শুধু তো অ্যাকাডেমি নয়, মধুসূদন মঞ্চ, গিরিশ মঞ্চ, রবীন্দ্র সদন, তপন থিয়েটার— এসব মঞ্চেও তো নাটক হয়। সেগুলি জানব কীভাবে?
আমার একটি বিনীত প্রস্তাব আছে। সরকারি হলে যখন হচ্ছে, তখন সরকার যদি কিছুটা উদ্যোগী হয়, তাহলে ভালই হয়। অ্যাকাডেমির ওয়েবসাইটে বা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কোনও ওয়েবসাইটে যদি প্রতি সাতদিন অন্তর নাটকের তালিকা আপলোড করা হয়, তাহলে দর্শকরা সহজেই জানতে পারেন। আবার নাট্য দলগুলিও সময় মতো সেই সংস্থাকে জানিয়ে দিতে পারে। অথবা, প্রতি সপ্তাহে সরকারি উদ্যোগেই সেই ঘোষণা হতে পারে। কাগজে তার বিজ্ঞাপন থাকতে পারে।
শহিদুল হক
বাঘাযতীন, কলকাতা
