বেঙ্গল টাইমস বিশেষ সত্যজিৎ সংখ্যা

একদিকে ভোটের ফল। অন্যদিকে কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ। এমন দিনে নিশ্চিতভাবেই হারিয়ে যাবেন সত্যজিৎ। বাংলা মিডিয়ার ফোকাস জুড়ে থাকবে শুধুই ভোটের ফল। কে কোথায় এগিয়ে। কে পিছিয়ে। কোথায় ইন্দ্রপতন। কে ম্যাজিক ফিগারের দিকে।

এসব আলোচনা তো থাকবেই। পাশাপাশি সত্যজিৎ স্মরণ থাকুক। তাই বেঙ্গল টাইমসের ছোট্ট নিবেদন। সত্যজিৎ স্মরণে বিশেষ ই ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে ধরা হয়েছে সেই বিশ্ববরেণ্য পরিচালককে। খুব জটিল বা দুর্বোধ্য লেখার ভিড় নেই। একেবারে ছোঁয়া যায়, অনুভব করা যায়, এমন লেখা দিয়েই সাজানো হয়েছে এই সংখ্যা। পড়ুন।

পিডিএফ ফাইলে পুরো ম্যাগাজিন আপলোড করা আছে। ডাউনলোড করে অনায়াসেই পড়তে পারেন। সঙ্গে ওয়েবলিঙ্কও দেওয়া হল। সেখানে ক্লিক করেও পড়তে পারেন।

satyajit roy

 

 

https://www.bengaltimes.in/BengalTimes-SatyajitSpecial.pdf

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *