দেবব্রত বিশ্বাস
আরও চারটে থেকে পাঁচটা ম্যাচ এই ধরণেরই রেজাল্ট হবে। যদি মানতে পারেন, মানুন। না হলে মোহনবাগান সাপোর্টার হয়ে যান। কারণ, এই বছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের জন্য খেলছে না। ২০ অক্টোবর দল গঠন হয়েছে। দিন দশেক পর থেকে প্র্যাক্টিস শুরু করেছে। সেই টিমকে যদি বলি মাঠে নেমে ফুল ফোটাতে, তাহলে আমি মূর্খের স্বর্গে বাস করছি। হয়তো এর থেকে একটু ভাল ফল হতে পারত। হয়নি। কী আর করা যাবে!
অনেকে হয়তো ভাবছেন, এরপর নর্থ ইস্টকে ঠিক হারিয়ে দেবে, গোয়াকে হারিয়ে দেবে, তাহলে তাকে বলব, এবছরের জন্য ভুলে যান। যদি মানতে না পারেন, সহ্য করতে না পারেন, অন্য টিমকে সাপোর্ট করুন। নাহলে খেলা দেখা ছেড়ে দিন।
আর যদি পারেন, তাহলে অপেক্ষা করুন। সময় দিন। ভরসা রাখুন। সময় দিতে হবে। রাতারাতি ভাল ফল হয় না। ১৮ দিনে কম্বিনেশন গড়ে ওঠে না। হৃদয় দিয়ে যদি ইস্টবেঙ্গলকে ভালবেসে থাকেন, তাহলে এই সময় পাশে থাকুন,গালাগালি না করে। ভরসা রাখুন।
আর ইনস্ট্যান্ট সাফল্য চাইলে, ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস খেয়ে ফেলুন!
এই বছর যদি ইস্টবেঙ্গল আই এস এলে কোনও ম্যাচও না জেতে, তাও আমি ইস্টবেঙ্গলকে সাপোর্ট করব কোনও গালাগালি না করে, মন প্রাণ দিয়ে। কষ্ট পাব। কিন্তু ভরসা রাখব আগামী বছর ইস্টবেঙ্গল দ্বিগুনভাবে ফিরে আসবে।
আপনি পারবেন? পারবেন কি কোনও গালাগালি না করে চুপচাপ ধৈর্য্য ধরে ভাল ফলের জন্য অপেক্ষা করতে ?
(সংগৃহীত)