অনেকেই হয়ত পাহাড় বা ডুয়ার্স থেকে ঘুরে এলেন। কেউ ঘুরে এলেন ভিনরাজ্য থেকে। সেই বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে? বেঙ্গল টাইমসে আপনাকে স্বাগত।
আপনার বেড়ানোর অনুভূতি লিখে পাঠাতে পারেন। সঙ্গে আপনার তোলা ছবিও পাঠাতে পারেন। আপনার নাম দিয়েই সেই লেখা প্রকাশিত হবে। এমনকী আমাদের ই ম্যাগাজিনেও সেই লেখা জায়গা পেতে পারে। যদি লেখা খুব ছোট হয়, তাহলেও দুশ্চিন্তার কিছু নেই। কোনও ধরাবাঁধা ফর্মুলায় নয়। আপনি লিখুন আপনার মতোই। আপনার অনুভূতি আপনার ভাষাতেই উঠে আসুক।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com