বেঙ্গল টাইমস প্রতিবেদন: আবার মোহনবাগান সভাপতির পদে ফিরে এলেন টুটু বসু। দীর্ঘদিন তিনি ক্লাবের সভাপতি ছিলেন। কিন্তু এবারের নির্বাচনে দাঁড়িয়েছিলেন সচিব পদে। মোহনবাগানে সভাপতি নির্বাচন হয় না। নির্বাচিত কর্মসমিতি সভাপতি বেছে নেয়। বেছে নেওয়া হয়েছিল প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলিকে।
তাঁর মৃত্যুর পর সভাপতির পদ শূন্য ছিল। এতদিন ক্লাবে স্পন্সর ছিল না। অবশেষে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আরপিজি গোষ্ঠী। এই চুক্তির পেছনে বড় অবদান টুটু বসুর। এবার তাঁকে ফের সভাপতি হিসেবে ফিরিয়ে আনা হল। কর্মসমিতিতে সর্বসম্মতিতেই তাঁর নাম উঠে আসে। সহ সচিব থেকে সচিবের পদে উন্নীত হলেন সৃঞ্জয় বসু। তাঁর ফেলে যাওয়া সহ সচিব পদে এলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি।
Categories
খেলা