সবুজ সরখেল
কেমন একটা গেল গেল রব উঠছে। মোহনবাগান নাকি বিক্রি হয়ে গেল। তার নাকি নাম বদল হয়ে গেল।
আসলে, নতুন কিছু এলেই সবসময় গেল গেল রব ওঠে। মোহনবাগান নামের আগে অন্য নাম বসার ঘটনা তো নতুন নয়। প্রায় দু দশক আগেই তো অন্য নাম বসে গিয়েছিল। প্রায় দু দশক ধরে মোহনবাগান তো ম্যাকডোয়েল মোহনবাগান নামের পরিচিত ছিল। ফেডারেশন বা আইএফএ–র যাবতীয় নথিতে ম্যাকডোয়েল মোহনবাগানই লেখা ছিল। ক্লাবের নামের আগে মদের কোম্পানির নাম থাকলে যদি জাত না যায়, তাহলে শুধু এটিকে থাকলেই জাত যাবে!
বরং ম্যাকডোয়েলের থেকে আরপিজি অনেক বেশি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। ম্যাকডোয়েলের পরিচিতি মদ কোম্পানি হিসেবে। কিন্তু এই আরপিজি গোষ্ঠী কলকাতাকে একশো বছরের বেশি সময় ধরে বিদ্যুতের জোগান দিয়ে আসছে। সঙ্গীতপ্রিয় জাতি হিসেবে বাঙালির যে সুনাম, তার পেছনেও কি এই গ্রুপের অবদান কম? এইচ এম ভি নামে যাদের চিনি, যাদের ক্যাসেট ঘরে ঘরে পৌঁছে গেছে, তার পেছনে কি আরপিজি গ্রুপের অবদান ছিল না? তাঁরা এগিয়ে না এলে এত এত গান বাঙালির ঘরে ঘরে পৌঁছত? সুতরাং, এরকম একটা গোষ্ঠীর সঙ্গে চুক্তি হওয়া রীতিমতো গর্বের। এই গর্ববোধটা মোহন সমর্থকদের মধ্যে আসছে না কেন?
বিজয় মালিয়া আর সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে অনেক তফাত। ভুঁইফোড় বড়লোক আর খানদানি জমিদারের যেমন ফারাক। সঞ্জীব গোয়েঙ্কা যথেষ্ট মার্জিত রুচির মানুষ। সচরাচর প্রচারে আসেন না। নিজেকে আড়ালে রাখতেই ভালবাসেন। সুন্দরী নায়িকাদের সঙ্গে ছবি তোলার বা সময় কাটানোর শখ নেই। প্রচারের লোভে দুমদাম খরচ করার লোকও তিনি নন। এই যে এটিকে টিমের তিনি অন্যতম মালিক, কদিন সামনে আসতে দেখেছেন? হ্যাংলামো করে ছবি ছাপাতে দেখেছেন? তিনি বাঙালির আবেগটা বোঝেন। তিনি জানেন, মোহনবাগান ব্র্যান্ডটার মূল্য কতটা। তাই তিনি এই রঙ বা লোগো কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। যা করার, ব্র্যান্ডটাকে বাঁচিয়ে রেখেই করবেন।
যাঁরা টাকা ঢালছেন, তাঁরা দল গড়ার ক্ষেত্রে উদ্যোগ নেবেন, সেটা খুবই স্বাভাবিক। একদিক দিয়ে ভালই হল। একশ্রেণির লোকের কাটমানি খেয়ে ভুলভাল প্লেয়ার গছিয়ে দেওয়ার পথটা অন্তত বন্ধ হল। এতে দলের পক্ষে ভালই হবে। সহজ কথা, আধুনিক ফুটবলে টিকে থাকতে গেলে টাকা দরকার। মোহাবাগান কর্তারা সেভাবে স্পন্সর আনার চেষ্টা করেননি। হয়ত নিজেদের কর্তৃত্ব হারাতে চাননি। সব ব্যাপারে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখব আর বাইরের লোক টাকাও ঢালবে, তা তো হয় না। কিছু একটা ছাড়তে হয়। তাই গেল গেল রব তোলার মানেই হয় না। যা হয়েছে, এতে ক্লাবের ভালই হবে।