বেঙ্গল টাইমস। পরের ই–‌ম্যাগাজিনে লেখা পাঠান

mahalaya cover

বেঙ্গল টাইমসের মহালয়া সংখ্যা পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। পুজোর পর্ব শেষ। এবার নতুন সংখ্যার প্রস্তুতি।
বেঙ্গল টাইমসের পরবর্তী ই–‌ম্যাগাজিন প্রকাশিত হবে ১৬ অক্টোবর। এবার কোনও বিশেষ সংখ্যা নয়। এবারের সংখ্যায় বিশেষ কোনও বিষয়ের ওপর ফোকাসও নয়। সাম্প্রতিক নানা বিষয় উঠে আসবে। রাজনীতি, সাহিত্য, খেলাধুলা, সিনেমা, ভ্রমণ, রম্যরচনা, স্পেশাল ফিচার। সব রকমের লেখাই মিলেমিশে থাকবে।
চাইলে, আপনিও লিখতে পারেন। লেখা পাঠান ১৩ অক্টোবরের মধ্যে। লেখা মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে। ই–‌মেল মারফত পিডিএফ সংস্করণ পাঠিয়েও দেওয়া হবে।
১)‌ খুব দীর্ঘ লেখা নয়। চেষ্টা করুন সংক্ষিপ্ত লেখা পাঠাতে।
২)‌ পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলেই লেখা পাঠান।
৩)‌ সব লেখা হয়ত ই–‌ম্যাগাজিনে জায়গা দেওয়া যাবে না। কিছু নির্বাচিত লেখা বেঙ্গল টাইমসের ওয়েবসাইটেও আলাদা করে দেওয়া হবে।
৪)‌ কোনও কোনও লেখা পরবর্তী সংখ্যার জন্যও তুলে রাখা হতে পারে।

লেখা পাঠানোর ঠিকানা:‌

bengaltimes.in@gmail.com

‌চোখ রাখুন বেঙ্গল টাইমসের ওয়েবসাইটে

bengaltimes.in

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *