মহালয়া থেকে শুরু হচ্ছে বেঙ্গল টাইমসের বিশেষ ই–ম্যাগাজিন। দৈনন্দিন নানা ফিচারের পাশাপাশি আপাতত মাসে দুবার প্রকাশিত হবে এই ই–ম্যাগাজিন। জানুয়ারি থেকে মাসে চারবার। অর্থাৎ, প্রতি সপ্তাহে।
ই–ম্যাগাজিনে অবশ্যই গুরুত্ব পাবে ভ্রমণ। প্রতি সংখ্যাতেই একটি বা দুটি ভ্রমণ সংক্রান্ত লেখাকে জায়গা দেওয়া হবে। আপনারাও লিখতে পারেন আপনাদের বেড়ানোর অনুভূতি। শুধু কীভাবে যাবেন, কোথায় থাকবেন মার্কা গড়পড়তা ভ্রমণ নয়। আপনার অনুভূতিটাও উঠে আসুক।
চিঠির মোড়কে, ডায়েরির মোড়কেও হতে পারে। বিশেষ কোনও চরিত্রকে ঘিরেও হতে পারে। কোনও মজার অনুভূতি নিয়েও লেখা হতে পারে। সমালোচনা বা বিশেষ পরামর্শও থাকতে পারে। ২০০ শব্দের লেখাও হতে পারে। আবার ১০০০ শব্দের লেখাও হতে পারে। সঙ্গে আকর্ষণীয় ছবিও পাঠাতে পারেন।
লেখা ও ছবি পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com