নির্মল দত্ত
‘ভবিষ্যতের ভূত’ না দেখতে পেরে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। অনেকেই বলেছিলেন, এটা গণতন্ত্রের ওপর আঘাত। ফেসবুকে প্রতিবাদের বন্যা বয়ে গিয়েছিল। আবার হলে ফিরে আসছে সেই বিতর্কিত ছবিটি।
যাঁরা সেদিন প্রতিবাদ করেছিলেন, তাঁদের নৈতিক কর্তব্য সিনেমাটি দেখা। এমনিতে হয়ত অনেকেই দেখতেন না। এমন কত ছবি আসে, কত ছবি হল থেকে নিঃশব্দে উঠেও যায়। কিন্তু এই ছবিটি আলাদা। এই ছবিকে আটকানোর জন্য কী কী চেষ্টা হয়েছে, তা আমাদের অজানা নয়। সরকার বা প্রশাসন হয়ত স্বীকার করবে না, কিন্তু কোন অজানা কারণে প্রথম দিনেই হল থেকে ছবিটি উঠে গেল, সেটা বুঝতে কোনও প্রমাণ লাগে না।
যাই হোক, আবার সেই ছবি হলে ফিরে এসেছে। কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি হলে চলছে। আশা করা যায়, ভোটের মুখে সরকার আর আগের মুর্খামি করবে না।
আশা করা যায়, অন্তত এক সপ্তাহ ছবিটি হলে থাকবে। তারপর হয়ত উঠে যেতেও পারে। তাই যাঁরা সিনেমা ভালবাসেন, তাঁরা দেরি করবেন না। হলে গিয়ে দ্রুত ছবিটি দেখে নিন। না, শুধু ছবি দেখার জন্য নয়। আসলে, ছবি দেখার মাধ্যমে আপনি আপনার প্রতিবাদটা নথিবদ্ধ রাখুন। যে প্রযোজক এই সন্ত্রস্ত আবহে দাঁড়িয়েও এরকম ছবি বানানোর জন্য টাকা ঢালতে পারেন, যে পরিচালক এই কঠিন সময়ে দাঁড়িয়েও এমন বুকের পাটা দেখিয়েছেন, তাঁকে কুর্নিশ জানাবেন না? আপনার কাটা একটি টিকিট হোক সেই বলিষ্ঠ প্রতিবাদ।