সুগত রায়মজুমদার
সম্প্রতি ব্যারাকপুর সাংস্কৃতিক চক্রের উদ্যোগে সারা বাংলা ডাবলস একদিনব্যাপী ক্যারম প্রতিযোগিতা হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জেলার সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। উদ্বোধন করেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্যারম খেলোয়াড় ও প্রাক্তন অল ইন্ডিয়া রেলের চ্যাম্পিয়ন খেলোয়াড় সুশান্ত ভট্টাচার্য। ক্যারম খেলা এখন আর ঘরের অলিন্দের বিনোদন নয়। এই খেলা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
এজন্যই বাংলায় এখন প্রচুর ছেলেমেয়ে ক্যারম খেলে নিজেদের কেরিয়ার গড়ার দিকে মন দিচ্ছেন। সম্প্রতি একজন ভারতীয় মহিলা ক্যারমে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এখানে চ্যাম্পিয়ন হন বারাসতের পিণ্টু মণ্ডল ও শ্যামনগরের অমিত দে জুটি। ফাইনালে তাঁরা হারিয়েছেন বারাসতেরই বুবাই সাধুখাঁ ও সঞ্জীব সমাদ্দারকে। বারাসত ও ব্যারাকপুর ক্যারমের মক্কা। সকলে একবার এখানে খেলতে আসবেনই। এই দুই জায়গায় না খেললে কোনও খেলোয়াড় পূর্ণতা পান না। সেজন্যই কলকাতা, বর্ধমান, হুগলি, হাওড়া, বনগাঁ, বসিরহাট থেকে খেলোয়াড়রা ব্যারাকপুরে ও বারাসতে আসেন। অল্পবয়সী যুবকরা এই খেলায় মন দিয়েছে। ছোট পকেট ও ৫৪ ইঞ্চি বোর্ডে এই যুবকদের টিপ দেখলে বিস্মিত হতে হয়। এখন ক্যারম যে এত জনপ্রিয় হয়ে উঠেছে, তা এই প্রতিযোগিতা না দেখলে অনুমান করা যাবে না। একসময় এলাকার দর্শকদের ভিড় সামলাতে হল কমিটির সদস্যদের। পুরস্কার প্রদান করেন ক্লাবের সভাপতি সৌমেন রায়।