সঞ্জয় পাত্র
দুই সাংসদের বহিষ্কারের পরই সবথেকে বড় যে প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে, তা হল, এরপর কারা? বিজেপির পক্ষ থেকে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে গোটা ছয়েক নাম। জল্পনাগুলো একেবারে ভিত্তিহীন, এমনও নয়। হ্যাঁ, টিকিট না পেলে অনেকেই নাম লেখাতে পারেন পদ্ম শিবিরে।
কিন্তু সেই তালিকায় কারা থাকতে পারেন? এখনই বলে দেওয়া যায়, যাঁরা যাবেন, তাঁরা আদি তৃণমূল নন। অন্য দল ভাঙিয়ে আনা বা হঠাৎ করে টিকিট পেয়ে যাওয়া লোকেরাই আগে যাবেন। কারণ, যাঁদের একদল থেকে ভাঙিয়ে আনা হয়, তাঁদের ধরে রাখা সত্যিই কঠিন। তাঁরা যে কোনওদিন অন্য কোনও প্রলোভনে পালিয়েও যেতে পারেন। যদি সত্যিই পাঁচ–ছজন বিজেপি শিবিরে নাম লেখান, নিশ্চিত থাকুন, সেই দলবদলুরাই সবার আগে থাকবেন।
যেমন উত্তরবঙ্গে দুই সাংসদকে বাম শিবির থেকে ভাঙিয়ে এনে টিকিট দেওয়া হয়েছে। টিকিট না পেলে তাঁরা যেতেই পারেন। দক্ষিণবঙ্গে এমন অন্তত পাঁচ–ছজন তো আছেনই, যাঁরা টিকিট পেলে থেকে যাবেন। কিন্তু না পেলেই অন্য শিবিরে ভিড়ে যাবেন। এই কারণেই হয়ত ইচ্ছে না থাকলেও তাঁদের টিকিট দিতে হবে। সেদিক থেকে দেখতে গেলে, সৌমিত্র বা অনুপমরা তাঁদের এই যাত্রায় হয়ত বাঁচিয়ে দিলেন।