বেঙ্গল টাইমস প্রতিবেদন: বাংলার পর্যটনে নতুন আকর্ষণ। এবার ডুয়ার্সে চালু হচ্ছে ক্যারাভান পরিষেবা। অর্থাৎ, আপনি গাড়ির ভেতর থেকেই ঘুরতে পারেন পাহাড়–জঙ্গলে। সেই গাড়ির ভেতরেই থাকছে ঘরের মতো অনুভূতি। সেই গাড়িতেই রাত্রিযাপন।
আলিপুরদুয়ারের এক পর্যটন ব্যবসায়ী এই উদ্যোগের সূচনা করছেন। ছয় জন গাড়িতে থাকতে পারবেন। টিভি, ফ্রিজ, এসি, টয়লেট–সহ নানা পরিষেবা থাকছে গাড়ির ভেতরেই। আপাতত লাটাগুড়িতেই থাকবে এই ক্যারাভানটি। বিদেশি পর্যটকদের অনেকেই বাগডোগরায় নেমে এই ক্যারাভান নিতে পারেন, সে কথা মাথায় রেখে লাটাগুড়িতে রাখা থাকছে। গাড়িতে চেপেই ঘোরা যাবে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। আগামীদিনে এই ক্যারাভানটি সিকিম, অরুণাচলেও নিয়ে যাওয়া হবে।
ভাড়া কত, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে কিছুটা বেশিই হবে। পরে চাহিদা বাড়লে, তখন ভাড়া কমিয়ে আনার কথা ভেবে রেখেছেন উদ্যোক্তারা। সবমিলিয়ে এই মরশুমে বাংলার পর্যটনে নতুন মাত্রা এনে দিল এই ক্যারাভান।