প্রিয় স্ত্রী-রা,
সামনে বিশ্বকাপ। তোমাদের মাধুর্য এবং সংসারের শান্তি বজায় রাখার জন্য কত গুলো নিয়ম পালন করতে হবে।
সে গুলি হল
১। টিভির রিমট এক মাসের জন্য স্বামীর অধিকারে থাকবে।
২। তোমাদের সকল বন্ধুদের জানিয়ে দিও তারা যেন জন্ম,মৃত্যু বিবাহ আগামী এক মাসের জন্য সম্পূর্ণ বন্ধ রাখে, কারণ আমাদের পক্ষে এরকম কোনও অনুষ্ঠানে যোগদান ওই সময় সম্ভব হবে না।
৩। আমরা যে টিমকে সাপোর্ট করবে তোমরাও সেই টিমকে সাপোর্ট করবে।
৪। খেলা চলার সময় অন্য সকল কথা বন্ধ রাখতে হবে।
৫। ম্যাচ পুনরাবৃত্তি এবং বিশেষ অংশের দর্শন ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। সুতরাং ম্যাচের হাইলাইট দেখাটাও প্রয়োজন।
৬। আমরা স্টার জলসা দেখতে পারি যদি অভিনেতা এবং অভিনেত্রীরা ফুটবল টিমের জার্সি পরে এবং সুটিংটা রাশিয়াতে হয়ে থাকে।
৭। খেলা দেখার সময় হঠাৎ করে টিভির সামনে দিয়ে চলে যাওয়া যাবে না। খুব দরকার পড়লে হামাগুড়ি দিয়ে যেতে হবে।
৮। ম্যাচ চলার সময় বোকা বোকা প্রশ্ন একদম করা যাবে না।
৯। তোমাদের বন্ধুরা যদি হঠাৎ চলে আসে, চিৎকার করে হাসা হাসি একদম চলবে না।
১০। সবসময় হাসি মুখ দরকার ব্যাতিক্রম যখন আমাদের সাপোর্টিং টিম হারবে তখন দুঃখ প্রকাশ করা।
১১। খেলা চলাকালীন যদি কোনওভাবে তোমাদের মনোযোগ নষ্ট হয়, কখনই জিজ্ঞাসা করবে না ছেলেটা কে ছিল।
১২। ব্রাজিলীয় রোনাল্ড এবং পর্ত্তুগিজ রোলান্ড এক নয়, মনে রাখতে হবে।
ধন্যবাদ,
ভদ্রলোক সংগঠনের তরফ থেকে।
(সংগৃহীত)