বেঙ্গল টাইমস প্রতিবেদন:
বলা যায়, তিনিই বামেদের মুখ কিছুটা হলেও রক্ষা করেছেন। এবার জেলা পরিষদে বামেরা একটিই আসন পেয়েছে। তা উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা এলাকায়। তরুণ শিক্ষক মহম্মদ শহিদ সিদ্দিকি নির্বাচিত হয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে। জয়ের মূল কারিগর চাকুলিয়ার তরুণ বিধায়ক আলি ইমরান (ভিক্টর)।
শুরু থেকেই এবার দারুণ প্রস্তুতি নিয়ে লড়াই করেছিলেন চাকুলিয়ায়। প্রায় সমস্ত আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়েছিল মূলত ভিক্টরের কৃতিত্বেই। সব আসনেই বামফ্রন্টের বোঝাপড়া করা সম্ভব হয়েছে। অনেক আগে থেকেই সেই প্রস্তুতি নিয়েছিলেন তরুণ বিধায়ক। তার ফল অনেকটাই পাওয়া গেছে। একটি জেলা পরিষদ আসনে ফব প্রার্থী জিতেছেন। বাকি দুটি আসনেও বাম প্রার্থীরা অল্প ভোটে হেরেছেন। অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে আসার কথা। পঞ্চায়েত সমিতিতেও সারা রাজ্যে সবথেকে বেশি আসন এসেছে এই চাকুলিয়া বিধানসভা এলাকা থেকেই।
বামফ্রট চেয়ারম্যান বিমান বসু আগেই ভিক্টরকে অভিনন্দন জানিয়েছেন। এবার ফরওয়ার্ড ব্লকের তরফ থেকেও ভিক্টরকে ও জয়ী প্রার্থী শহিদ সিদ্দিকিকে সংবর্ধনা জানানো হবে।