বেঙ্গল টাইমস প্রতিবেদন:
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে আনা হচ্ছে চার নতুন মুখ। তাঁরা হলেন মানব মুখার্জি, অনাদি শাহু, মৃদুল দে, আভাস রায়চৌধুরি। সম্পাদকমণ্ডলীতে আমন্ত্রিত সদস্য হিসেবে ছিলেন অশোক ভট্টাচার্য ও রামচন্দ্র ডোম। দুজনকেই এবার স্থায়ী সদস্য করা হল। এমনই সিদ্ধান্ত হয়েছে সিপিএমের রাজ্য কমিটিতে।
পঞ্চায়েত পরপর্তী সময়ে এই প্রথম রাজ্য কমিটির বৈঠক। পঞ্চায়েত সংক্রান্ত আলোচনা যেমন হবে, তেমনই সম্পাদকমণ্ডলী গঠনও অন্যতম এজেন্ডা ছিল। বৈঠকের প্রথমদিনেই ব্যাপারটির নিষ্পত্তি হয়ে গেল। কলকাতা থেকে নেওয়া হল মানব মুখার্জি ও অনাদি শাহুকে। জেলা থেকেও বাড়ানো হল প্রতিনিধিত্ব। সুমিত দে ও আভাস রায়চৌধুরিকে নেওয়া হল। আভাসকে এবার কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে। তাতেই ইঙ্গিত ছিল, রাজ্যস্তরেও এই যুবনেতাকে প্রচারের কাজে আরও বেশি করে লাগানো হবে।