বেঙ্গল টাইমস প্রতিবেদন: এতদিনে ভাড়া নির্ধারন হল এসি টয় ট্রেনের। এপ্রিলের শুরু থেকেই টয় ট্রেনের সঙ্গে যুক্ত হওয়ার কথা এসি কামরার। কিন্তু ভাড়াই ঠিক করতে পারেননি রেল কর্তৃপক্ষ। ফলে, যাত্রা বাতিল হয়ে যায়। বাংলা নতুন বছরের আগেই ভাড়া নির্ধারন করে ফেলল দার্জিলিং হিমালয়ান রেল। এসি কোচে যাত্রীদের মাথাপিছু ভাড়া ১৫৫৫ টাকা।
সাধারণ কামরায় ভাড়া ১২৯৫। অর্থাৎ, প্রায় ১৩০০ টাকা। সেই তুলনায় এসি কোচের ভাড়া কম। কিন্তু একজন মধ্যবিত্ত বাঙালির পক্ষে ১৫৫৫ টাকা দিয়ে এনজেপি থেকে দার্জিলিং যাওয়া বেশ ব্যয়সাধ্য। এনজেপি তে ছাড়বে সকাল সাড়ে আটটা নাগাদ। দার্জিলিং পৌঁছবে বেলা তিনটে নাগাদ। অর্থাৎ, সময় লেগে যাচ্ছে প্রায় সাত ঘণ্টা। যেখানে গাড়িতে সময় লাগে ঘণ্টা তিনেক।