বেঙ্গল টাইমস প্রতিবেদন: পাঁচ বছরেরও বেশি সময়। বড় পর্দায় দেখা যায়নি রঞ্জিত মল্লিককে। ছিলেন স্বেচ্ছা নির্বাসনেই। সেই নির্বাসন ভেঙে কামব্যাক করলেন হানিমুন ছবিতে।
ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু দু’সপ্তাহের মধ্যেই বিভিন্ন হল থেকে ছবিটি উঠে যায়। তাছাড়া, জেলা বা মফস্বলের দর্শকরা সেভাবে দেখার সুযোগ পাননি। তাঁদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে জি বাংলা।
আজ, রবিবার দেখুন হানিমুন। জি বাংলার ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখানো হবে ছবিটি। দুপুর ২ টোয় জি বাংলায়। যাঁরা মিস করবেন, তাঁদের জন্য আরেকটা সুযোগ থাকছে। জি বাংলা সিনেমায় ফের দেখা যাবে সন্ধে ছটায়।
সৌমিত্র, অপর্ণা, উৎপল দত্ত অভিনীত ‘ছুটির ফাঁদে’ ছবিটির কথা নিশ্চয় মনে আছে। সেই ছবিকে সেই ছবির রিমেক বলাই যায়। এখানে রঞ্জিত মল্লিকের সঙ্গে আছেন সোহম, শুভশ্রী, রুদ্রনীল। শুটিং লোকেশান হিসেবে বেছে নেওয়া হয়েছে ডুয়ার্সের সামসিং, সুনতালেখোলা এলাকাকে।
এক, রঞ্জিত মল্লিকের কামব্যাক। দুই, লোকেশানে ফের ডুয়ার্স। অন্তত এই দুটো আকর্ষণে ছবিটা দেখতেই পারেন।