বেঙ্গল টাইমস প্রতিবেদন: হাওড়া বা শিয়ালদা পৌঁছে আপনাকে আর তেমন ভোগান্তিতে পড়তে হবে না। স্টেশন থেকেই পেয়ে যাবেন ওলা ক্যাব। এবং তা আগাম বুকিং করতে পারেন।
আইআরসিটিসি–র সঙ্গে ওলার একটি চুক্তি হয়েছে। যার ফলে, টিকিট রিজার্ভেশনের সময়ই ওলা ক্যাব নেওয়ার অপশন পাওয়া যাবে। ট্রেন থেকে নেমেই আপনি গাড়ি পেয়ে যাবেন।
১) যে সমস্ত জায়গায় ওলার পরিষেবা আছে, সেই এলাকাতেই যেতে পারবেন।
২) ভাড়া টিকিটের সঙ্গেই কেটে নেওয়া হবে।
৩) যদি কোনও কারণে ট্রেন লেট করে, তাও সমস্যা নেই। আপনার জন্য গাড়ি থাকবে।
৪) হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি সহ বিভিন্ন ব্যস্ত স্টেশনেই এই পরিষেবা পাওয়া যাবে।