বেঙ্গল টাইমস প্রতিবেদন:
জয়সলমীর বলতেই বাঙালির মনে ভেসে ওঠে সোনার কেল্লা। সেখানেই এখন রয়েছেন প্রসেনজিৎ। রয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলিও। সোনার কেল্লার সেই জয়সলমীরেই চলছে শুটিং। ছবির নাম কিশোর কুমার জুনিয়র।
এক কিশোরকণ্ঠী গায়ককে নিয়ে ছবি বানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন কৌশিক গাঙ্গুলি। এখানে প্রসেনজিৎ হলেন সেই কিশোরকণ্ঠী গায়ক। যিনি বিভিন্ন মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে বেড়ান। এই গান গাইতে গাইতেই নিজের পরিচিতি যেন হারিয়ে ফেলেন। তার কাছে সবাই কিশোরের গানই শুনতে চান। পেশার তাগিদে, অস্তিত্বের তাগিদে, ভালবাসার তাগিদে সেই গানই গেয়ে যেতে হয়।
আউটডোর লোকেশনের জন্য বেছে নেওয়া হয়েছে রাজস্থান। মরুভূমি অঞ্চলে উটের সঙ্গেও দেখা যাচ্ছে প্রসেনজিৎকে। কখনও বালি ওড়ানোর দৃশ্য। সোনার কেল্লার পর আরও একটি বাংলা ছবি সেই পটভূমিতে। পুজোর আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। কাজ চলছে জোরকদমে।