বেঙ্গল টাইমস প্রতিবেদন:
শেষের কবিতার শহর বয়ে আনতে পারত খুশির বার্তা। কিন্তু পাহাড়ে গেলেই কী যে হয়! এই পাহাড়েই পরপর দু বছর সূর্যাস্ত হয়েছে বাংলার ফুটবলের। আই লিগ অল্পের জন্য হাতছাড়া হয়েছে। এবারও হয়ত তেমনটাই ঘটল। যে লাজংকে ঘরের মাঠে নাস্তানাবুদ করেছিল লাল হলুদ বাহিনী, সেই লাজংয়ের সঙ্গেই ২–২ ড্র। ফলে লিগের অঙ্কে চার নম্বরে চলে এল লাল হলুদ ব্রিগেড।
এখন টেবিলের যা চেহারা, ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে শীর্ষে মিনার্ভা। দু নম্বরে আছে নেরোকো (৩১)। তিনে মোহনবাগান (৩০)। চার নম্বরে ইস্টবেঙ্গল (৩০)। শেষ রাউন্ডের তিনটি ম্যাচ ৮ মার্চ। চারটি দলের সামনেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে কাজটা বেশ কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য। তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশ কয়েকটি কঠিন অঙ্ক পেরোতে হবে। ১) শেষ ম্যাচে জিততেই হবে। ২) গোকুলামের বিরুদ্ধে মোহনবাগানের জেতা চলবে না। ৩) চার্চিলের বিরুদ্ধে মিনার্ভার জেতা চলবে না।
এসব অঙ্ক মিলে গেলে লাল হলুদের ঘরে আই লিগ আসবে। একসঙ্গে তিনটি যদি–কিন্তুর অঙ্ক মেলা বেশ কঠিন।