ঝড় তুলতে আসছে সৌরভের আত্মজীবনী

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌

ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলতে আসছে একটি বই। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। এই বইমেলায় নয়, প্রকাশিত হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।
২০১৪। শেষবেলায় এসে ঝড় তুলেছিল একটি বই। শচীন তেন্ডুলকারের আত্মজীবনী। প্লেইং ইট মাই ওন ওয়ে। ছেলেবেলার কথা যেমন উঠে এসেছিল, তেমনই ছিল ক্রিকেট জীবনের নানা বর্ণময় দিক। বিতর্ক থেকে কিছুটা দূরে থাকতেই পছন্দ করেন শচীন। সচরাচর কারও নামে সমালোচনা করতে দেখা যায় না। সেই শচীনের জীবনের অনেক না বলা কথা উঠে এসেছিল আত্মজীবনীতে।

sourav
এবার সৌরভ গাঙ্গুলি। তাঁর ক্রিকেট জীবন হয়ত আরও বেশি রোমাঞ্চকর। বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছেন। বাদ গেছেন। দুরন্ত লড়াই করে আবার ফিরেও এসেছেন। হঠাৎ করেই অবসরের ঘোষণা করেছেন। বিভিন্ন সময় বিতর্কও এসেছে।
কেমন ছিল সেই প্রত্যাবর্তনের দিনগুলো?‌ দাঁতে দাঁত চেপে কীভাবে লড়াই করেছেন?‌ নিজেকে প্রতিনিয়ত কী বলে অনু্প্রাণিত করতেন?‌ চারপাশের চেনা জগৎটা ঠিক কেমন ছিল? সতীর্থরা কে কে পাশে ছিলেন?‌ কে কেমন আচরণ করতেন?‌‌ এমন অনেক অজানা দিক উঠে আসবে এই আত্মজীবনীতে। বইয়ের নাম — এ সেঞ্চুরি ইজ নট এনাফ। অর্থাৎ একটা সেঞ্চুরি যথেষ্ট নয়। কেন এমন নামকরণ, বইটা পড়লে হয়ত জানা যাবে। অনুলেখকের ভূমিকায় রয়েছেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য। যিনি কাছ থেকে দেখেছেন সৌরভের বেড়ে ওঠা থেকে শুরু করে পুরো ক্রিকেট জীবন। ‌অনেক অজানা ঘটনার সাক্ষী। সেসব কথা উঠে আসবে সৌরভের জবানীতে।

web-banner-strip

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.