বেঙ্গল টাইমস প্রতিবেদন:
কোনও জেলাতেই ভোটাভুটি হয়নি। কিন্তু কলকাতায় এড়ানো গেল না। সিপিএমের নতুন জেলা সম্পাদক কল্লোল মজুমদার। ৩০–২৬ ভোটে হারালেন মানব মুখার্জিকে। গঠিত হল ৬০ জনের জেলা কমিটি।
রাজ্য কমিটি কল্লোল মজুমদারকেই জেলা সম্পাদক করার কথা ভেবেছিলেন। কিন্তু দলের মধ্যে থেকে পাল্টা নাম উঠে আসে। প্রথম বিতর্ক তৈরি হয় জেলা কমিটি গঠনের সময়। গতবার সদস্য ছিলেন ৭২ জন। এবার কমিয়ে ৬০ এ আনা হয়। সেখানে একপ্রস্থ ভোটাভুটির পর সরকারি প্যানেলের ৬০ জনই নির্বাচিত হন। এরপর জেলা সম্পাদক হিসেবে সরকারিভাবে কল্লোলের নাম প্রস্তাব করা হয়। পাল্টা মানব মুখার্জির নাম প্রস্তাব করেন অমিয় সাহু। অনেক রাত পর্যন্ত সম্মেলন ও ভোটাভুটি চলে। ৩০–২৬ ভোটে জয়ী হন কল্লোল।
এই ভোটাভুটি নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, ভোটাভুটি হয়ে ভালই হয়েছে। এতে অন্তত জেলা সম্পাদককে চাপিয়ে দেওয়া নেতা বলা হবে না। তিনি নির্বাচিত। তাছাড়া ভোটাভুটি হয়েছে মানে দলে গণতন্ত্র আছে, এটাই প্রমাণিত। কিন্তু একটি অংশ মনে করছেন, ভোটাভুটি এড়াতে পারলেই ভাল হত। ভাগ্যিস অন্যান্য জেলায় সম্মেলন হয়ে গেছে। নইলে এই প্রবণতা সেখানেও ছড়িয়ে পড়ত। আড়াআড়ি বিভাজন তৈরি হয়ে যেত। ভবিষ্যতে একসঙ্গে কাজ করা মুশকিল হত।