বেঙ্গল টাইমস প্রতিবেদন: অনায়াসেই মূলপর্বে পৌঁছে গেছে বাংলা। যদিও মূলপর্বের লড়াই শুরু হতে এখনও অন্তত একমাস। ফেডারেশনের সূচি অনুযায়ী, ১০ মার্চ থেকে শুরু হবে মূলপর্বের খেলা। চলবে ২৫ মার্চ পর্যন্ত।

মূলপর্বে উঠতে পারল না বাইচুং ভুটিয়ার সিকিম। এমনকি সাবির আলির তেলেঙ্গানাও নেই। তাহলে কোন দশটি দল পৌঁছল মূলপর্বে? বাংলা তো আছেই। পূর্বাঞ্চল থেকে থাকছে আরও তিনটি দল। ওড়িশা ছাড়া পাহাড়ের দুটি দল মিজোরাম ও মণিপুর। বাকি ৬টি গল চণ্ডীগড়, পাঞ্জাব, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, কেরল।
কিন্তু কোথায় হবে মূলপর্বের খেলাগুলি? এখনও চূড়ান্তই করতে পারেনি ফেডারেশন। তবে, ফেডারেশনের রোটেশন অনুযায়ী বাংলা বা ওড়িশাতেই হওযার কথা। দুই রাজ্যের ভেনু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।
