Categories খেলা

অনায়াসেই সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

‌‌‌বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌
সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা। দ্বিতীয় ম্যাচে সামনে ছিল ঝাড়খণ্ড। অনায়াসেই তাদের হারাল ২–‌০ গোলে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে গোল করেন জিতেন মুর্মু, তীর্থঙ্কর সরকার।

santosh trophy
প্রথম ম্যাচেই বাংলা ২–‌০ গোলে হারিয়েছিল ছত্তিশগড়কে। বাছাই পর্বের খেলাগুলি হচ্ছে বিহারের বারাউনিতে। পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে বাংলা। ফলে, অনায়াসেই পৌঁছে গেল মূ্লপর্বে। বাংলার কোচ রঞ্জন চৌধুরি।
মূলপর্বে খেলবে মোট দশটি দল। তারা হল ওড়িশা, চন্ডীগড়, মিজোরাম, পাঞ্জাব, মণিপুর, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল ও বাংলা।
মূলপর্বের খেলা অবশ্য এখনই নয়। হাতে অন্তত একমাস সময় পাওয়া যাচ্ছে। ১০ মার্চ থেকে শুরু হবে। চলবে ২৫ মার্চ পর্যন্ত।।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *