সৌম্য সিনহা
খুব সহজেই আপনি লিখে দিচ্ছেন ফেসবুকে। লেখার হাতটি মন্দ নয় আপনার। নিজেকে বামপন্থী সাজিয়ে উপস্থাপন করছেন আমার আপনার জমে থাকা কয়েক হাজার বন্ধুর কাছে। এখন না কি আপনার পন্থা -টন্থায় এত আবেগ নেই। কারণ নাকি আপনি প্রতিবাদ, বিপ্লব, কাঁচা চুলের নেতা কিছুই দেখতে পান না বাম আন্দোলনে। আপনি, হ্যাঁ আপনি প্রতিদিন নিয়ম করে বামেদের ভুল ধরে চলেছেন আপনার মতো করে যুক্তি সাজিয়ে। লাইক আর কমেন্টের ফুলঝুরিতে আপনি গর্বে টল টল করতে করতে আরও কিছু লেখার ‘অনুপ্রেরণা’ পাচ্ছেন। ভালো। বেশ ভালো। কিন্তু হে মহামান্য, আপনার কলম একটিবারও শাসক দলের বিরুদ্ধে গর্জে ওঠেনা কেন? খুব জানতে ইচ্ছে করে যখন উপনির্বাচনে বুথ দখল করার ছবি দেখায় তখনও আপনি মৌনতা বজায় রাখেন কীভাবে ?
ভয় লাগে ? ট্রান্সফারের ভয় ? রাস্তায় বেরোবার ভয়?
তাহলে হে মান্যবর, আপনি আপনার কলমকে কেবল দাঁড় করাতে জানেন সিপিএমের বিরুদ্ধে ?
শুনুন, কোনও একদিন একটা ভোটে কোনও একটা বুথের পোলিং এজেন্ট হয়ে কয়েক ঘন্টা পার করে দেখান। কোনও একদিন কোনও একটা ভোটের আগের দিন রাতের বেলা বুথ পাহারা দিন কমরেডদের সঙ্গে। কোনও একদিন কোনও একটা ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে বুথ স্লিপ বিলি করে আসুন.., সেদিন আপনার “দম” বুঝব। ফেসবুকে বুদ্ধবাবু, সূর্যবাবুর বাপের শ্রাদ্ধ না করে “দম” দেখান – “দম”। আর পারলে শাসক দলের বিরুদ্ধে এক লাইন লিখে দেখান। জানি, আপনি পারবেন না। আপনি সুবিধাবাদী বামপন্থী।
শিরদাঁড়াটা সোজা করে রাখার দম সবার থাকে না মশাই। বুঝলেন !! ফেসবুকের বিপ্লবে আপনার জীবনে বসন্ত নেমে আসুক – এই প্রত্যাশা রাখি।