ইয়েচুরি রাজ্যসভায় গেলে কারাতের কীসের আপত্তি?‌

প্রসূন বসু

prakash karat 5 big

সহজ বিষয়কে জটিল করতে প্রকাশ কারাতের জুড়ি নেই। এবার বিষয় রাজ্যসভা। পশ্চিমবঙ্গ থেকে কে যাবেন?‌ বাংলার নেতৃত্বের মধ্যে এ নিয়ে তেমন বিরোধ নেই। প্রায় সকলেই একমত, সীতারাম ইয়েচুরিকে পাঠানো উচিত। কিন্তু এবারও বাগড়া দিচ্ছেন কারাত অ্যান্ড কোং। তাঁর দাবি, সীতারামকে পাঠানো চলবে না। তিনি দলের সাধারণ সম্পাদক, তার ওপর দুবার রাজ্যসভার সদস্য। অন্য কাউকে পাঠাতে হবে।
এমনিতেই এবার বামেরা একক কৃতিত্বে কাউকেই রাজ্যসভায় পাঠাতে পারবেন না। বাম অথবা কংগ্রেস থেকে যে কোনও একজন যেতে পারেন। কংগ্রেস যদি সমর্থন করে, একমাত্র সেক্ষেত্রেই বামেদের কেউ রাজ্যসভায় যেতে পারেন। সীতারাম ইয়েচুরি থাকলে কংগ্রেস হাইকমান্ড হয়ত আসনটি ছাড়তেও পারে। অন্য কেউ হলে নাও ছাড়তে পারে। তখন তারা দাবি করতে পারে, তাহলে আমাদের প্রার্থীকেই বামেরা সমর্থন করুক। পরেরবার আমরা বামেদের সমর্থন করব।
কারাত শিবির বোধ হয় এমনটাই চাইছেন। তাহলে ইয়েচুরিকে এবার আটকানো যাবে। সংসদে এমনিতেই বামেদের শক্তি কমে এসেছে। এই অবস্থায় ইয়েচুরি না থাকলে সেই গুরুত্ব অর্ধেকে নেমে আসবে। যে গুরুত্ব ইয়েচুরি পেয়ে থাকেন, অন্য কাউকে পাঠালে তিনি সেই গুরুত্ব পাবেন?‌ তাঁর কথার সেই গুরুত্ব থাকবে?‌ এই সহজ ব্যাপারটা কেন যে কারাতবাবুরা বোঝেন না!‌ যদি বুঝতাম, বাংলার নেতৃত্ব ইয়েচুরিকে চাইছেন না, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে না হয় আপত্তির জায়গা ছিল। কিন্তু বাংলা ব্রিগেডের আপত্তি নেই। কারাতদের এত গাত্রদাহ কেন?‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.