অয়ন দাস
১৪ই নয়, ‘ওদের’ কাছে ‘ভ্যালেন্টাইন্স্ ডে’ হল ১৮ই ফেব্রুয়ারি।‘ওরা’ হল বোলপুরের ৬৪ জন আদিবাসী ছেলেমেয়ে, যাদের ‘ভ্যালেন্টাইন্স্ ডে’ গিফট কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্যান্ডেল’- এর উদ্যোগে পাওয়া খাতা, পেন্সিল, পেনগুলো। সংস্থাটির অন্যতম সদস্য দীপ্তরূপ সেনগুপ্ত বলছিলেন –“এদের মধ্যে উৎসাহ থাকলেও অভাবের কারণে উৎসাহের অঙ্কুরোদগম হয় না।”

সেই অঙ্কুরোদগমের জন্যই কয়েকজন বন্ধু ব্যক্তিগত উদ্যোগে ২০১৫ সালে ‘ক্যান্ডেল’ স্থাপন করেন, নামের মতোই তাঁদের উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনকে ‘মোমবাতি’র অগ্নিশিখায় আলোকিত করা। কিন্তু মূলত নিজেদের ব্যক্তিগত উদ্যোগে হওয়ায় প্রথম থেকেই অর্থের কিছুটা টানাটানি ছিল। তা সত্ত্বেও তাঁরা বিভিন্ন সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন। দীপ্তরূপ সেনগুপ্তই বলছিলেন, “আমরা প্রতিবছরই বেশি করে সেবামূলক অনুষ্ঠান করতে চাই, কিন্তু সেভাবে আর্থিক সাহায্য না পাওয়ায় সব উদ্যোগে পূরণ হয় না, এবারেও ৩০০০০ টাকার বেশিরভাগটাই আমরা কয়েকজন বন্ধু মিলে সংগ্রহ করেছি।” তবে অর্থের অপ্রতুলতা, শত অসুবিধা সত্ত্বেও সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে কিছুটা হাসি ফুটিয়েই তাঁরা সেই ‘অসুবিধা’র সঙ্গে জেতার রসদ পান। আর সেজন্যই তো তাঁরা বোলপুরের সাফল্য পেয়ে আরও কিছু মানুষের জীবন ‘আলোকিত’ করার জন্য পরবর্তী পরিকল্পনা শুরু করেন।
