স্মৃতিটুকু থাক
আমরা তিন বন্ধু ছিলাম। আমি, সুজয় আর রাতুল। তিনজন একসঙ্গে বেড়াতে যেতাম। ছুটি পেলেই বেরিয়ে পড়তাম। কখনও পাহাড়, কখনও জঙ্গল, কখনও সমুদ্র। আর কলকাতা! সেটাও চরে বেড়িয়েছি। একদিন তিনজনেই ঠিক করলাম, সারা রাত কলকাতা চষে বেড়াব। সুনীল–শক্তিদের নিয়ে কত গল্প। মধ্যরাতে কলকাতা শাসন করত চার যুবক। লাইনটা মনে গেঁথে গিয়েছিল। বাড়িতে মিথ্যে বলে আমরাও বেরিয়ে পড়লাম। সারা রাতের সে কী রোমাঞ্চ! এরপরেও আরও কয়েকবার আমরা রাতের কলকাতার স্বাদ নিয়েছি। ভাল–মন্দ মিলিয়ে সে এক বিচিত্র অভিজ্ঞতা।
মনে হচ্ছিল, আবার যদি বেরিয়ে যেতে পারতাম! জানি না, তা আর হবে কিনা। কারণ, সুজয় এখন চেন্নাইয়ে আর রাতুল দিল্লিতে। মাঝে মাঝে আসে, দেখাও হয়। কিন্তু আমরা সবাই সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, চাইলেও আর হারিয়ে যাওয়া হয় না। তবু মনের মধ্যে সেই রাতগুলো উকি মারে। আবার যদি কোনও এক রাতে বেরিয়ে পড়তে পারি, সেই অভিজ্ঞতার কথাও লিখে জানাব।
সুব্রত ভৌমিক, নাকতলা
(স্মৃতিটুকু থাক। সেলিব্রিটি নয়, এই বিভাগ হল পাঠকের মুক্তমঞ্চ। ছোট ছোট মন ছুঁয়ে যাওয়া স্মৃতির কথা উঠে আসুক আপনার কলমে। সেই অনুভূতি ভাগ করে নিন অন্যদের সঙ্গে। চিঠি পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com)