আগামী ২৪ জুলাই উত্তম কুমারের মৃ্ত্যুদিন। বেঙ্গল টাইমসের পক্ষ থেকে থাকবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য। ২৪-৩১ জুলাই পুরো সপ্তাহ জুড়ে থাকবে উত্তম কুমারকে নিয়ে বিভিন্ন আকর্ষণীয় লেখা।
আপনারাও লেখা পাঠাতে পারেন। দয়া করে ক্লাস সিক্স বা সেভেনের ‘টিপিক্যাল বাংলা রচনা’ পাঠাবেন না। এমন দিক তুলে ধরুন, যা অধিকাংশ পাঠকের অজানা। বিশেষ একটি বা দুটি দিককে নিয়েই হতে পারে আপনার বিশেষ ফিচার। বিশেষ কয়েকটি নমুনা দেওয়া হল।
১) আপনার বিচারে উত্তমের প্রিয় নায়িকা।
২) আপনার বিচারে উত্তমের প্রিয় ছবি কী ও কেন ?
৩) যদি এখন থাকতেন, সিরিয়াল করতেন ?
৪) মুম্বইয়ে কেন সেভাবে সফল হলেন না ?
৫) উত্তম না সৌমিত্র, কাকে এগিয়ে রাখবেন ?
৬) বড় পরিচালকদের সঙ্গে সেভাবে কাজ করেননি। কীভাবে দেখছেন বিষয়টাকে ?
৭) শেষদিকে আর নায়ক নয়, দাদা-কাকা। কীভাবে বার্তা দিলেন ?
৮) মহানায়কের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের সাক্ষাৎকার।
৯) গোটা টলিউড কার্যত তৃণমূলের মঞ্চে। তিনিও কি পা বাড়াতেন ? ভোটে দাঁড়াতেন ?
১০) উত্তম যদি ফেলুদা বা কাকাবাবু হতেন!
আরও নানা বিষয় নিয়ে লেখা হতে পারে। বিষয় আপনিও ভাবুন। এক দু লাইনের মন্তব্য নয়। অন্তত তিনশো শব্দ লিখতে পারলে, তবেই লিখুন। লেখা পাঠানোর ঠিকানাঃ bengaltimes.in@gmail.com