লাল গোলাপ
লাল কার্ড
ভাল কাজ অনেক সময় আড়ালেই থেকে যায়। সেগুলিকে তুলে আনা জরুরি। সেগুলোর জন্য থাকুক লাল গোলাপ।
মুদ্রার উল্টো পিঠ। এমন অনেক কিছুই ঘটছে, যার সমালোচনা জরুরি। কখনও ধিক্কার দিতে হয়। তার জন্য লাল কার্ড।
তবে কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে খোলা মনে বিশ্লেষণ। সপ্তাহে একবার বা দুবার দুই বিভাগে দুটি করে লেখা আপলোড করা হবে। জানুয়ারি থেকে প্রতিদিন লাল গোলাপ। প্রতিদিন লালকার্ড।
আজ যাঁকে লাল গোলাপ দেওয়া হচ্ছে, তাঁকে আগামীদিনে লাল কার্ড দেখতে হতেই পারে। আবার আজ যাঁকে লাল কার্ড দেখানো হচ্ছে,আগামীদিনে অন্য কোনও ঘটনায় তাঁর হাতেই লাল গোলাপ তুলে দিতেও কুণ্ঠা থাকবে না।