শোভা মণ্ডলের দুটি কবিতা
সন্ধ্যা মালতী
অন্তিম প্রহরে জন্ম আমার
ভোরের আলোয় ফোটা ফুল নই
অস্তরাগের সন্ধ্যা–মালতী
চাঁদের আলোয় স্নাত হই।
ষোড়শীর পায়ে চলি না আমি
চলন আমার ভারী পায়
চলার ছন্দে বাজে না নূপুর
ভারী শেকলের ধ্বনি শোনা যায়।
শিয়রে আমার নিভন্ত প্রদীপ
উজ্জ্বল প্রদীপ্ত শিখা নয়
তবুও তোমাদের মাঝে
স্নিগ্ধ জ্যোছনা হয়ে রয়ে যেতে চাই,
একটু জায়গা দাও।
*****
জীবনের জলছবি
জীবন–কল্পনা নয়–
বোধের বৃক্ষে–ফোটে ফুল,
সময়ের আলপথ ধরে,
চলে যায় স–ব
পড়ে থাকে, অশ্রুসজল চোখ।
আনন্দ–বিষাদ পাখী–
একসাথে ওড়ে ডানা মেলে,
চেতনা নীরব, ঘাত–প্রতিঘাত নিয়ে,
কাঁপা কাঁপা হাত নরম তুলির ছোঁয়ায়
এঁকে যায়–জীবনের জলছবি,
নীরব অশ্রু দিয়ে।