আঠারো এল নেমে, ইতিহাসও ফিরে ফিরে আসে

ইতিহাস যেন এভাবেই ফিরে ফিরে আসে। সালটা ২০১১। শচীন তেন্ডুলকারের ভাণ্ডারে প্রায় সবকিছুই ছিল। ছিল না শুধু বিশ্বকাপ। অবশেষে এসেছিল সেই ‘‌অধরা মাধুরী’‌। সেদিন তাঁকে কাঁধে তুলে মাঠ প্রদক্ষিণ করেছিলেন বিরাট কোহলি। সেদিনের তরুণ কোহলির সেই কথাটা এখনও মনে আছে, ‘‌এই মানুষটা এত বছর ধরে ভারতীয় ক্রিকেটকে নিজের কাঁধে বয়ে নিয়ে এসেছে। আজ আমরা সেই মানুষটাকে কাঁধে তুললাম।’‌

এবার ২০২৫। ঠিক চোদ্দ বছর পর। শচীনের জায়গায় এবার কোহলি। টি২০, টেস্টকে আগেই বিদায় জানিয়েছেন। তাঁর ভাণ্ডারেও নানা দুর্লভ কীর্তির সমাহার। কিন্তু বিরাট একটা শূন্যতাও ছিল। তা হল আইপিএল। ১৮ বছর ধরে একই দলের জার্সি গায়ে খেলছেন। আইপিএলে এমন নজির নেই। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানও তাঁর মুকুটেই। অথচ, তাঁর নামের পাশে কোনও আইপিএলের ট্রফি ছিল না।

তিনি আরসিবির ঘোষিত অধিনায়ক নন। কিন্তু সবাই জানে, তিনি মানেই আরসিবি। আরসিবি মানেই তিনি। যেন সমার্থক শব্দ। ঘোষিত অধিনায়ক রজত পতিদার বললেন, ‘‌বিরাট ভাই আমাদের এতকিছু দিয়েছে। এবার আমাদের দাযিত্ব ওর হাতে আইপিএলের ট্রফিটা তুলে দেওয়া।’‌ সেদিন শচীনের জন্য কোহলিদের যে অঙ্গীকার ছিল, এবার কোহলির জন্য রজতদের অঙ্গীকারও সেইরকম। ইতিহাস যেন এভাবেই উঁকি দিয়ে গেল।

ঘটনাচক্রে বিরাট কোহলির জার্সি নম্বর ১৮। এবং শুরু থেকেই ১৮। কিছুটা কাকতালীয় মনে হবে, কিন্তু ১৮ বছরে এসে ১৮ নম্বর জার্সির মালিক প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেলেন। একটা বৃত্ত যেন সম্পূর্ণ হল।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.