গম্ভীরের এত বায়না কেন!‌

গৌতম গম্ভীর ঠিক কী চান, বোঝা মুশকিল। আপাতভাবে মনে হবে, তিনি সিনিয়রদের সরিয়ে নিজে দলের সর্বেসর্বা হয়ে উঠতে চান। বেশ, ভাল কথা। কিন্তু তার জন্য তো সাফল্য চাই। সাফল্য না থাকলে তাঁর কথার কী মূল্য আছে?‌

একজন যখন সফল হন, তিনি নানা বায়নাক্কা ধরেন। এই চাই, ওই চাই। একে চাই না, ওকে চাই না। কথায় আছে, যে গরু দুধ দেয়, তার লাথি হজম করতে হয়। কিন্তু গম্ভীর তো এখনও পর্যন্ত তেমন দুধ দেওয়া গরু নন। অন্তত যদি টেস্টের পারফরম্যান্সের কথা ধরেন, তাহলে বলতে হবে, চূড়ান্ত ব্যর্থ একজন কোচ। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের কথাই ধরা যাক। তিনটি টেস্টের সিরিজে তিনটিতেই ভারত শোচনীয়ভাবে পরাজিত। এত বছরের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন লজ্জার নজির নেই।

এরপর তাঁকে পাঠানো হল অস্ট্রেলিয়া সফরে। একটা সময় অস্ট্রেলিয়া সফর মানে ছিল বিভীষিকার মতো। কিন্তু এখন ছবিটা অনেকটাই পাল্টেছে। ২০১৯ ও ২০২১— এই দু’‌বার ভারত কিন্তু অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতেই ফিরেছিল। স্বভাবতই আশা ছিল, এবারও হয়তো জিতেই ফিরবে। কিন্তু ফল কী হল?‌ ভারত একটি টেস্টে জিতল, তিনটি টেস্টে হারল। হার–‌জিৎ হতেই পারে। কিন্তু দল পরিচালনা থেকে শুরু করে নানা ব্যাপারে গম্ভীরের ব্যথতা প্রকট হয়ে উঠল। মাঝপথেই আচমকা অবসর নিয়ে ফিরে এলেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মাকে শেষ ম্যাচে বসানো হল।

প্রশ্ন হল, এরপরেও গম্ভীরবাবুর এত অন্যায় আবদার মানা হচ্ছে কেন?‌ ইংল্যান্ড সফরের আগে সরে যেতে হল রোহিত শর্মাকে। আচমকা অবসর নিতে হল বিরাট কোহলিকেও। এই দুই তারকার অবসর আর যাই হোক, স্বেচ্ছায় নয়। তাঁদের কার্যত সরে যেতে বাধ্য করা হল, এটা একটা বাচ্চা ছেলেও বোঝে। একটা সময় সবাইকে সরে যেতেই হয়। কিন্তু বিরাট, রোহিতদের মতো তারকার এমন বিদায় প্রাপ্য ছিল না। সামনের দিকে তাকানোর কথা বলতে ভাল লাগে। শুনতেও ভাল লাগে। কিন্তু ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট। এত লম্বা সিরিজ। এখানে অভিজ্ঞতার আলাদা একটা মূল্য আছে। এমন সিরিজে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকার কড়া মাশুল হয়তো দিতে হতে পারে। তখন গম্ভীর দায় নেবেন তো!‌ একজন গ্রেগ চ্যাপেল এসে ভারতীয় ক্রিকেটের ভিতটাকেই নড়বড়ে করে দিয়েছিলেন। পারস্পরিক সন্দেহ আর অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দিয়েছিলেন। তারপরেও বোর্ডের শিক্ষা হয় না!‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.