বাঙালির জীবন থেকে বাঙালিয়ানা একটু একটু করে হারিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বছরের প্রথম দিনে সে ‘শুভ নববর্ষ’ বলতে কার্পণ্য দেখাত না। কিন্তু এবার এই দুটো শব্দ যেন কাঁটার মতো বিঁধছে। বাঙালির জীবনে ‘শুভ’ শব্দটাই কেমন যেন নির্মম রসিকতা মনে হয়।
সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক রাতারাতি কর্মহীন। তাঁদের সামনে কোনও দিশা নেই। হারানো কাজ, হারানো সম্মান তাঁরা আদৌ ফিরে পাবেন তো! রিভিউ পিটিশনে যোগ্য–অযোগ্য তালিকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার আদৌ আন্তরিকতা দেখাবে তো? সবমিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। একই কালো মেঘ এসে গ্রাস করছে প্রাইমারির ক্ষেত্রেও। সেখানে অনিয়ম ও দুর্নীতি আরও বেশি লাগামছাড়া।
একদিকে কর্মহীনদের হাহাকার। অন্যদিকে, দাঙ্গার ভয়াবহতা। মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নানা জায়গায় অশান্তির আগুন। কেন্দ্র বা রাজ্য, আগুন নেভানোর বদলে আগুন জ্বালানোতেই যেন বেশি আগ্রহী। দু’পক্ষের তরফেই চলছে লাগাতার উস্কানি। ফলে, এক জেলার অশান্তি ছড়িয়ে পড়ছে অন্য জেলায়। এ কোন বাংলা? বছরের শুরুতেই প্রথম পাতায় যদি দাঙ্গা শিরোনাম হয়ে উঠে আসে, তাহলে ‘শুভ নববর্ষ’ বলা যায়!
নতুন বছরে বড় কিছু চাওয়ার মুখ নেই। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষ কী আর চাইতে পারে! তাঁর কাছে প্রাণে বেঁচে যাওয়াই যেন বিরাট উপহার। একদিকে চাকরিহারাদের আর্তনাদ, অন্যদিকে ধর্মের উন্মাদনায় বারুদের স্তূপে থাকা বাংলা। এটুকুই চাওয়া, যোগ্য শিক্ষকরা কাজ ফিরে পান। দাঙ্গার আবহ দূর করে শান্তি ফিরে আসুক। উস্কানিমূলক আচরণে লাগাম আসুক। সত্যিই, এই সময়ে দাঁড়িয়ে এর বেশি চাওয়ার কিছুই নেই।
****
বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন। ৪৫ পাতার এই ম্যাগাজিনের পিডিএফ আপলোড করা হল। অনায়াসেই ডাউনলোড করে পড়া যায়।
নীচে দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করলেই পড়া যাবে। চাইলে প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2025/04/BENGAL-TIMES.15-APRIL-ISSUE.pdf