দেখতে দেখতে দশ বছর হয়ে গেল। এই নিয়ে টানা দশ বছর পুজোয় আত্মপ্রকাশ করল বেঙ্গল টাইমস। চাইলে হয়তো আগেই বের করা যেত। কিন্তু এই বিলম্ব কিছুটা ইচ্ছাকৃত। পুজোর গন্ধ গায়ে মেখেই ডালা মেলে দিল বেঙ্গল টাইমস।
কী কী আছে এবারের পুজো সংখ্যায়?
❏ শতবর্ষে তপন সিনহা। কিংবদন্তি এই পরিচালককে নিয়ে রয়েছে বিশেষ লেখা।
❏ সম্প্রতি আমরা হারিয়েছি ছন্দা সেন, কমল চক্রবর্তী, সীতারাম ইয়েচুরিকে। তিন জগতের এই তিন দিকপালকে নিয়ে তিনটি বিশেষ রচনা।
❏ প্রায় আড়াই দশক পর ওড়িশায় পালাবদল। কেন ছিল নবীন পট্টনায়েকের রাজ্যপাট?
❏ ওয়েব সিরিজ কি আসলে মেগা সিরিয়ালেরই নতুন সংস্করণ?
❏ পুজোয় একগুচ্ছ ছবির মুক্তি। বাংলার পরিচালকরা কবে সাবালক হবেন!
❏ অন্যদের থেকে কোথায় আলাদা নীরজ চোপড়া?
❏ নাইট রাইডার্সকে ঘিরে এত আদিখ্যেতা কেন?
❏ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেন সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়?
❏ কেন বিদায়ঘণ্টা বেজে গেল কলকাতার ট্রামের?
❏ সাতসকালে সেই খড়িমাটিওয়ালার ডাক। পুজোর গন্ধ আনা নস্টালজিয়া
❏ রয়েছে ভিন্ন স্বাদের পাঁচটি গল্প।
❏ পাহাড় জঙ্গলের আনাচে কানাচে ভ্রমণ। রয়েছে পাঁচটি আকর্ষণীয় লেখা।
সবমিলিয়ে একশো পাতার ই ম্যাগাজিন। ডাউনলোড করে সহজেই পড়া যায়। দেওয়া হল ওয়েব লিঙ্ক। এখানে ক্লিক করেও পড়ে ফেলতে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2024/10/BENGAL-TIMES.PUJO-SANKHYA.pdf