এক মাস পেরিয়ে গেল। আর জি কর কাণ্ডের রেশ এখনও থামেনি। এখনও রাজপথে প্রতিবাদ মিছিল। এমন প্রতিবাদ, এমন বিদ্রোহ এই শহর নিশ্চিতভাবেই আগে কখনও দেখেনি।
এরই মাঝে গণমাধ্যমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। স্বাস্থ্যব্যবস্থার আড়ালে এতদিন এইসব ন্যক্কারজনক ঘটনা চলত, ভাবতে অনেকেরই হয়তো গা শিউরে উঠছে। ভয় যেমন সংক্রামক, তেমনই সাহসও সংক্রামক। ভয় ও জড়তার প্রাচীর ভেঙে অনেকেই পথে নামছেন। গোপন কথাটি আর ততটা গোপন থাকছে না। রাখা যাচ্ছেও না। কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়, সত্যিই কি ন্যায়বিচার পাবে তিলোত্তমা?
প্রশাসন, সিবিআই বা আদালত— কোনও পক্ষই এখনও বিশ্বাসযোগ্যতার পাসমার্কেও পৌঁছোয়নি। তিনটি স্তম্ভই এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ। কেউ আড়াল করতে ব্যস্ত, কেউ তদন্তের নামে গুলিয়ে দিতে ব্যস্ত, আবার কেউ সুমহান ঐতিহ্য বজায় রেখে ‘তারিখ পে তারিখ’ দিয়ে চলেছেন।
বেঙ্গল টাইমসের এবারের সংখ্যায় অনেকটা জায়গাজুড়ে উঠে এসেছে আর জি কর কাণ্ড। চিকিৎসকরা, সমাজের নানা স্তরের লোকেরা যে আন্দোলন করছেন, নানা আঙ্গিক থেকে সেই আন্দোলনে আলো ফেলার চেষ্টা। উঠে এসেছে কিছু অপ্রিয় প্রশ্নও। প্রশাসন, তদন্তকারী সংস্থা, আদালত— সবাই নিজেদের ভূমিকার আত্মসমীক্ষা করুন।
***
৪০ পাতার বিশেষ ই–ম্যাগাজিনটির পিডিএফ আপলোড করা হল। ওয়েবলিঙ্কও দেওয়া হল।
নীচের লিঙ্কে ক্লিক করলেই ই–ম্যাগাজিনটি খুলে যাবে। ডাউনলোড করে দ্রুত পড়ে ফেলুন।
https://bengaltimes.in/wp-content/uploads/2024/09/BENGAL-TIMES.12-SEPTEMBER-ISSUE.pdf
চাইলে, নীচে প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। সেখানেও ওয়েব লিঙ্ক করা আছে।