বাঙালির বড্ড একটা দুর্নাম। সে ‘দীপুদা’র বাইরে কিছু ভাবতে পারে না। দীপুদা মানে পাড়ার কোনও দাদা নয়। সেই চিরাচরিত দিঘা, পুরী, দার্জিলিং। কিন্তু এখন সেই দুর্নামটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে বাঙালি। চেনা তিন জায়গার বাইরেও সে খুঁজে নিচ্ছে অচেনা গন্তব্য।
শীত এলেই বাঙালির মন উড়ু উড়ু। সেই আবেগকে সম্মান জানিয়েই এবার বেঙ্গল টাইমসের বিশেষ পাহাড় সংখ্যা। এবার শুধুই ভ্রমণ। তবে, চেনা কক্ষপথে নয়। পাহাড়ের কিছু অচেনা ঠিকানায়। শহুরে পর্যটন কেন্দ্রে নয়, মূলত পাহাড়ি গ্রামের দিকে।
প্রাধান্য পেয়েছে উত্তরবঙ্গ। লাগোয়া সিকিম বা ভুটানের পড়শি পাহাড়কেও একটু ছুঁয়ে আসা। সেইসব কিছু অচেনা গন্তব্যকে ঘিরেই এবারের বিশেষ সংখ্যা। পড়ে ফেলুন। এই সুযোগে মানস–ভ্রমণও সেরে ফেলুন। যাঁরা এখনও ট্যুর প্রোগ্রাম ঠিক করে উঠতে পারেননি, তাঁরা এখান থেকেও নিজের সম্ভাব্য গন্তব্য খুঁজে নিতে পারেন।
এই পাহাড় সংখ্যা পিডিএফে আপলোড করা হল। নীচের লিঙ্কে ক্লিক করলেই পড়তে পারবেন। অথবা, নীচে প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। সেখান থেকেও পড়তে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2024/01/PAHAR-SANKHYA-BENGAL-TIMES.pdf