শীত এলেই বাঙালির মন উড়ু উড়ু। সে আপনমনে বেরিয়ে পড়তে চায়। কেউ হাতছানি দেন পাহাড়ের ডাকে। কারও আবার প্রিয় জঙ্গল। কেউ ছোটেন সমুদ্রের দিকে।
এই ভ্রমণের ইচ্ছেকে আরও উস্কে দিতে পারে ভ্রমণ সংক্রান্ত নতুন নতুন লেখা। কত অচেনা জায়গার হাতছানি। কত অভিজ্ঞতার ভাগ বাটোয়ারা। সবকিছুই উঠে আসবে বেঙ্গল টাইমসে।
ই ম্যাগাজিনে ভ্রমণ বরাবরই বাড়তি একটা গুরুত্ব পেয়ে এসেছে। কিন্তু এই শীতে তা আরও একটু বেশিই গুরুত্ব পাবে। ভ্রমণ নিয়ে কয়েকটি বিশেষ সংখ্যা যেমন হবে, পাশাপাশি প্রতি সংখ্যাতেই অন্তত তিন–চারটি করে ভ্রমণ সংক্রান্ত আকর্ষণীয় লেখা থাকবে।
ভ্রমণ মানেই কীভাবে যাবেন, কোথায় থাকবেন মার্কা রুটিনমাফিক লেখা নয়। উঠে আসুক আপনার একান্ত নিজস্ব অনুভূতির কথা। জঙ্গলে ভোরের স্নিগ্ধতা বা পাহাড়ের বুকে মেঘ ভেসে বেড়ানো। সবই থাকুক। শুধু জঙ্গলে পায়ে পায়ে হাঁটার কথাও থাকতে পারে। বা পাহাড়ি অচেনা গ্রামে কোনও এক সন্ধের গল্পও থাকতে পারে। কোনও ছোট্ট মোমোর দোকান বা কোনও দাগ কেটে যাওয়া মানুষের কথাও থাকতে পারে।
মোদ্দা কথা, আপনার বিষয় আপনিই ঠিক করবেন।
লেখা পাঠিয়ে রাখুন বেঙ্গল টাইমসের ঠিকানায়।
bengaltimes.in@gmail.com