ভোকাট্টা। সেই ছোটবেলায় শোনা একটা শব্দ। ঘুড়ি কেটে গেলে শোনা যেত এই চিৎকারটা। শব্দটা বড়ই প্রতীকী। আসলে, কোনও জিনিস হারিয়ে গেলে, আমরা ভোকাট্টা বলে থাকি।
বিশ্বকর্মা পুজো এলে আকাশে ঘুড়ির মিছিল। এখন সেই আকাশও নেই, আর সেই ঘুড়িও নেই। ঘুড়িটাই যেন ভোকাট্টা। বিশ্বকর্মা নাকি শিল্পের দেবতা। কিন্তু বাংলা থেকে শিল্পই যেন ভোকাট্টা হয়ে গেছে। স্পেন সফরে আশার বাণী আছে, কতটা বাস্তবের মাটিতে নেমে আসবে, আর কতটা গিমিক, তা সময় বলবে।
সারদা–নারদায় সিবিআই শীতঘুমে। সীমাহীন নিয়োগ দুর্নীতি। খুব আশা নিয়ে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। দেখা গেল, বছরশেষে অষ্টরম্ভা। তদন্তের নামে যা হচ্ছে, প্রহসন ছাড়া কিছুই নয়। অর্থাৎ, তদন্তটাই ভোকাট্টা।
আরও নানা আকর্ষণীয় লেখা ও ফিচার নিয়ে এবারের ই ম্যাগাজিন। পিডিএফ ফাইনেল আপলোড করা হল। সহজেই ডাউনলোড করা যায়। নীচে ওয়েব লিঙ্ক দেওয়া হল। সেখানে ক্লিক করেও পড়া যায়। চাইলে, প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। তাহলেও ই–ম্যাগাজিন খুলে যাবে।
https://bengaltimes.in/wp-content/uploads/2023/09/bengal-times.16-september-issue.pdf