বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌
‌কলকাতার নানা প্রান্তে নানা মূর্তি। কোথাও লেনিন তো কোথায় গোষ্ঠ পাল। কোথাও উত্তম কুমার তো কোথাও অরবিন্দ। কোথাও বঙ্কিমচন্দ্র তো কোথাও নেতাজি। এই শহরে নেতাজি মূর্তি বলতে মূলত দুটো জায়গা বোঝায়। ময়দান চত্বর আর শ্যামবাজার পাঁচমাথার মোড়।
কোন মূর্তি আসল চেহারার কতটা কাছাকাছি?‌ তা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করেছিল কলকাতা দূরদর্শন। নানা বিশিষ্ট মানুষের মতামত চাওয়া হয়েছিল। সবচেয়ে মজার মন্তব্যটি উঠে এসেছিল সন্দীপন চট্টোপাধ্যায়ের কাছ থেকে।
সন্দীপন মানেই যেন অন্য এক অভিব্যক্তি। আর দশজনের যা প্রতিক্রিয়া হবে, তার থেকে অনেকটাই আলাদা হবে তাঁর প্রতিক্রিয়া। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের সেই নেতাজি মূর্তি। তা নিয়ে ঠিক কী বলেছিলেন সন্দীপন?‌

netaji murti
ওটা নেতাজির মূর্তি কেন হতে যাবে?‌ মূর্তিটা ভাল করে দেখেছেন?‌ ওখানে কে বড়?‌ ঘোড়াটা না মানুষটা?‌ ওটা আসলে ঘোড়ার মূর্তি। সেই ঘোড়ায় একটা লোক চেপে আছে। কেউ কেউ বলেন, সেই লোকটা নাকি নেতাজির মতো দেখতে। আসলে, ওটা কিন্তু ঘোড়ারই মূর্তি।
আরও একটা মজার মন্তব্য করেছিলেন রসিক সন্দীপন। নেতাজি নাকি ‘‌দিল্লি চলো’‌ ডাক দিয়েছিলেন। শ্যামবাজারে গেলেই বুঝতে পারবেন, ঘোড়া তাকিয়ে আছে একদিকে, লোকটা আরেকদিকে। পাঁচমাথার মোড়ে এসে সবাই বোধ হয় গুলিয়ে ফেলেছে। দিল্লিটা আসলে কোনদিকে, খুঁজেই পাচ্ছে না।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.