বেঙ্গল টাইমস। দীপাবলি সংখ্যা ২০২১

পুজো সংখ্যার পর এবার দীপাবলি সংখ্যা।

৫০ পাতার পূর্ণাঙ্গ ই–‌ম্যাগাজিন। রাজনীতি, সাহিত্য, বিনোদন, খেলা, ভ্রমণ, স্পেশাল ফিচার। সঙ্গে নানা আকর্ষণীয় বিভাগ।

পিডিএফে যেমন আপলোড করা আছে। তেমনই দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করলেও পড়তে পারবেন।

 

প্রচ্ছদের যে ছবি দেওয়া আছে, সেই ছবিতে ক্লিক করলেও ম্যাগাজিনটি খুলে যাবে। ডাউনলোড করে দ্রুত পড়ে ফেলুন।

কিছু লেখা আমন্ত্রিত। কিছু লেখা নেওয়া হয়েছে পাঠকদের দিক থেকে। অর্থাৎ, পাঠকদের সামনেও রয়েছে লেখার হাতছানি। চাইলে আপনিও আপনার মৌলিক লেখাটি পাঠিয়ে দিন। মনোনীত হলে অবশ্যই প্রকাশিত হবে।

ওয়েব লিঙ্ক
https://www.bengaltimes.in/BengalTimes-DipabaliSankhya2021.pdf

প্রচ্ছদের ছবিতে ক্লিক করুন। দীপাবলি সংখ্যা পড়ে ফেলুন।

লেখা পাঠানোর ঠিকানা:‌
bengaltimes.in@gmail.com

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *