প্রতিবারের মতো এবারও। মহালয়ার আগেই হাজির হয়ে গেল বেঙ্গল টাইমসের পুজো সংখ্যা। চাইলে হয়ত আরও অনেক আগেই বের করা যেত। কিন্তু এই ব্যাপারে অন্যান্য পত্রপত্রিকার সঙ্গে কোনও প্রতিযোগিতা ছিল না। পুজোর গন্ধ গায়ে মেখে পুজো সংখ্যা হাজির হোক, প্রতিবারের মতো এবারও সেটাই চেয়েছিলাম।
পুজো সংখ্যা মানে, পুজোর সাহিত্য তো আছেই। পাশাপাশি, রাজনীতি, খেলা, সিনেমা, ভ্রমণ, স্পেশাল ফিচারও জায়গা পেয়েছে। দেশের নানা প্রান্ত থেকে, এমনকী সুদূর মার্কিন মুলুক থেকেও সাড়া দিয়েছেন কেউ কেউ। পিডিএফ ফাইল ইতিমধ্যেই ই মেল ও হোয়াটসঅ্যাপ মারফত হাজার হাজার পাঠকের কাছে পৌঁছে।
কিন্তু অনেকেই পাননি। তাই, ওয়েবসাইটেও পিডিএফ ফাইল আপলোড করা হল। এই লিঙ্কে ক্লিক করলেই পড়তে পারবেন। লিঙ্কে ক্লিক করুন। দ্রুত পড়ে ফেলুন।
https://www.bengaltimes.in/BengalTimes-PujoSankhya2021.pdf
নিচের প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। সেখানে ক্লিক করলেও পিডিএফ ফাইল খুলে যাবে। চাইলে আপনি অন্যদের মধ্যে শেয়ারও করতে পারেন।