‌আজ থেকে উত্তরের জঙ্গলে বাঘ গণনা

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ বক্সার জঙ্গলে কি সত্যিই বাঘ আছে?‌ অনেকের মনেই প্রশ্নটা ঘুরপাক খায়। বনদপ্তরের এত এত সিসি ক্যামেরা লাগানো আছে। কোনও ক্যামেরাতেই এখনও পর্যন্ত রয়্যাল বেঙ্গলের হদিশ পাওয়া যায়নি। যদিও বনকর্তাদের দাবি, ক্যামেরায় ধরা না পড়লেও বাঘ আছে।

tiger
আজ থেকে শুরু হচ্ছে বাঘ শুমারি। শুধু বক্সা ব্যঘ্র প্রকল্প নয়, একইসঙ্গে গরুমারা ও জলদাপাড়াতেও শুরু হচ্ছে বাঘ গণনার কাজ। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গোটা দেশেই এই প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ জানুয়ারি থেকে। গোটা দেশের বিভিন্ন জাতীয় অরণ্যে চারটি পর্যায়ে এই বাঘ গণনাকে ভাগ করা হয়েছে। এই পর্যায়ে হচ্ছে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য জাতীয় অরণ্যগুলিতে। সু্ন্দরবন জাতীয় অরণ্য হলেও সেখানে এই পর্যায়ে গণনা হবে না।
বনদপ্তর সূত্রে খবর, এই প্রক্রিয়ার সঙ্গে অন্তত তিনশো মানুষ জড়িয়ে আছে। প্রশিক্ষিত বনকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা ও পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীদেরও রাখা হয়েছে। জানুয়ারিতে বাঘ গণনার ফলাফল পাওয়া যাবে। তখন বোঝা যাবে, উত্তরবঙ্গের কোন জঙ্গলে কটা বাঘ আছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.